আবেদনকারী যা কিছু চেক করতে পারবেনঃ
- ফিংগারপ্রিন্ট ডাটা।
- ফিংগারপ্রিন্ট ডাটা সফল ভাবে BMET সার্ভারে রিসিভ হয়েছে কিনা।
- সর্বশেষ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড টি প্রিন্ট ও রেডি হয়েছে কিনা।
(প্রথম ধাপ) ফিংগারপ্রিন্ট ডাটা
পাসপোর্ট নাম্বার দিয়ে BMET ওয়েবসাইট থেকে ফিংগারপ্রিন্ট ডাটা চেক করে নিন।
লিংকঃ http://www.old.bmet.gov.bd/BMET/generalreports
(দ্বিতীয় ধাপ) ফিংগারপ্রিন্ট ডাটা সফল ভাবে BMET সার্ভারে রিসিভ হয়েছে কিনা
দ্বিতীয় ধাপ -এ ফিংগারপ্রিন্ট ডাটা সফল ভাবে BMET সার্ভারে রিসিভ হয়েছে কিনা এটি চেক করা যায়। ডাটা সার্ভারে Successful! না হলে কোনভাবেই কার্ড টাইপ ও প্রিন্ট হবে না। সেখেত্রে পুনঃরায় BMET অফিসে গিয়ে ফিংগারপ্রিন্ট দিয়ে আসতে হবে।
লিংকঃ http://www.old.bmet.gov.bd/BMET/biocheck
ফিংগারপ্রিন্ট ডাটা সফল ভাবে BMET সার্ভারে সংরক্ষিত হয়েছে, ও কার্ড প্রিন্টের জন্য ডাটা প্রস্তুত। যদি সফল না হয়, তাহলে উপরে দেখানো স্ক্রিনে Failed! লিখা আসবে।
(সর্বশেষ ধাপ) ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড টি প্রিন্ট ও রেডি হয়েছে কিনা
এটি আপনি সরাসরি অনলাইনে চেক করতে পারবেন না। BMET অফিসিয়াল ব্যাক্তি ব্যতিত আপাদত এই তথ্যটি ওপেন ভাবে চেক করার কোন সুযোগ নেই! ভবিষ্যতে, পাসপোর্ট নাম্বার দিয়ে ব্যাবহারকারী নিজেই সরাসরি তার কার্ড হয়েছে কিনা এ তথ্য ওয়েবসাইট থেকে চেক করার সুযোগ পাবেন।
এমতাবস্থায়
আপনি আপনার পাসপোর্টের একটি কপি নিচের WhatsApp লিংকে ক্লিক করে আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা চেক করে আপনাকে Reply করে জানিয়ে দিব কার্ড রেডি হয়েছে কিনা।