– “৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে শুরু হলো এ বছরের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা—দুই শ্রেণির হজযাত্রীদের নিবন্ধনের টাকা জমা দেওয়া শুরু হবে একই দিন। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।”
আজ রোববার (০৫ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে গত মাসে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ করতে যেতে পারবেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ ব্যক্তি পবিত্র হজে যেতে পারবেন।
আবেদনের সময়সীমাঃ
হজ্বের প্রাক নিবন্ধন আগামী ০৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে।
সরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধনের ক্রমিক ৪২ হাজার ২৯৩ পর্যন্ত এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্–নিবন্ধনের সর্বশেষ ক্রমিক ৭ লাখ ৮ হাজার ৩৬৪ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, হজে যেতে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ৪৩৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ৫৪ হাজার ১৪০ জন অপেক্ষমাণ প্রাক্-নিবন্ধিত রয়েছেন।