"ওমরাহ ও হজ্বে যেতে মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করলো সৌদি আরব"
সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে, ভ্রমণের সময় সেই টিকা নেয়ার প্রমাণপত্র(ভ্যাকসিন সার্টিফিকেট) সঙ্গে রাখতে হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন, ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই এ নিয়ম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ১ বছরের বেশি বয়সী সব ভ্রমণকারীর জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক। তবে যারা ১০ বছর আগে এই টিকা নিয়েছেন, তাদের নতুন করে টিকা নেয়ার প্রয়োজন নেই।
মেনিনজাইটিসের টিকার নিবন্ধনের ধাপসমূহঃ
ধাপ-১ :
https://vaxepi.gov.bd লিঙ্কে প্রবেশ করে “নিবন্ধন করুন” -এ ক্লিক করে “মেনিনজাইটিস নিবন্ধন করুন” -এ প্রবেশ করুন।
পরবর্তী ধাপে প্রয়োজনীয় তথ্য পূরণ করে যাচাই করে পোর্টাল-এ নিবন্ধন সম্পন্ন করুন।
মনে রাখবেন, পোর্টাল-এ নিবন্ধন সম্পন্ন করতে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নাম্বারে ওটিপি প্রদান করা হবে। সুতরাং ব্যবহৃত নাম্বারটি সাথে রাখুন।
ধাপ-২ :
পোর্টাল নিবন্ধন সম্পন্ন হলে মেনিনজাইটিস অংশে “বিস্তারিত জানুন” ঘরে প্রবেশ করে মেনিনজাইটিস নিবন্ধন প্রক্রিয়ার জন্য অগ্রসর হন এবং “মেনিনজাইটিস নিবন্ধন করুন” বাটনে ক্লিক করুন।
নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে যে হাসপাতালে টিকা গ্রহণ করতে আগ্রহী সে হাসপাতাল সিলেক্ট করে প্রক্রিয়া সম্পন্ন করুন।
ধাপ-৩ ও ৪ :
মেনিনজাইটিস নিবন্ধন সম্পন্ন করার পর টিকা কার্ড ডাউনলোড পাতায় নিয়ে যাওয়া হবে। এখানে “মেনিনজাইটিস ভ্যাক্সিন কার্ড ডাউনলোড করুন” বাটনে ক্লিক করে টিকা কার্ড ডাউনলোড করুন এবং প্রিন্ট করে নির্বাচিত টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করুন।
——————
ডাউনলোডকৃত টিকা কার্ডটি দেখতে এমন হবে। মনে রাখবেন, ডাউনলোডকৃত টিকা কার্ডটি প্রিন্ট করে নির্বাচিত টিকা কেন্দ্রে অবশ্যই সাথে নিয়ে যাবেন।
ধাপ-৫ ও ৬ :
টিকা প্রদান সম্পন্ন হলে এবং নির্বাচিত কেন্দ্র দ্বারা টিকা কার্ড যাচাই করার পরে পোর্টাল-এ প্রবেশ করে “মেনিনজাইটিস টিকা সনদ ডাউনলোড করুন” বাটনে ক্লিক করে ভ্যাক্সিন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে।
সম্মানিত উমরাহ্ যাত্রীদের টিকার জন্য নিবন্ধনের নির্দেশিকা ডাউনলোড করতে ক্লিক করুন..
✈️সর্বনিম্ন ও সাশ্রয়ী মূল্যে বিমান টিকেট ও উমরাহ্ ভিসা করতে যোগাযোগ করুন. . .